পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-৯
স্কুলের নাম ছোট্ট উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জ উপজেলায় যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান নানা কারণে সমালোচনার শীর্ষে রয়েছে, তার মধ্যে অন্যতম ছোট উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়।
বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা লাভ করেছে। বিদ্যালয়টির গোড়াপত্তন করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব । তবে প্রতিষ্ঠাতার ছকে নাম রয়েছে ছালমা আক্তার, যিনি প্রধান শিক্ষকের পত্নি। জামি দাতাও প্রধান শিক্ষক আবু তৈয়ব। জমির পরিমান ৭২ শতক।
এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান পীরগঞ্জ- খালাশপীর রোড সংলগ্ন ছোট উজিরপুর মৌজায়। স্কুলটির বয়স প্রায় ২৯ বছর।
স্বীকার করতেই হবে, ২৯ বছর আগে আবু তৈয়ব নানা ঘাত প্রতিঘাত সহ্য করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন।
প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে এই প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা ১২ জন। শিক্ষকরা হলেন-
১। প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব – বি এ, বি এড
২।সহ শিক্ষক মোঃ সাইদুর রহমান- বি এ, বি এড
৩।সহ শিক্ষক মোঃ রেজাউল করিম- বিএসসি
৪।সহ শিক্ষক মোঃশাফিউল ইসলাম- কামিল পাশ
৫।সহ শিক্ষক মোঃ তারিকুল ইসলাম- বিএ
৬।সহ শিক্ষক মোঃমুর্শিদুল ইসলাম –বিএসএস
৭।সহ শিক্ষক মোঃ তৌহিদুর রহমান –বিএসএস
৮।সহ শিক্ষক মোঃআকমল হোসেন- কামিল পাশ
৯।সহ শিক্ষক মোঃ সুলতানা রাজিয়া – বি এ
১০।সহ শিক্ষক মোছাঃ সালমা আকতার- বি এ
১১।সহ শিক্ষক নাসরিন আক্তার – এম এ
১২।সহ শিক্ষক নার্গিস আক্তার -এম এ
এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা খাতাপত্রে –ষষ্ঠ শ্রেণিতে-২৩ জন, সপ্তম শ্রেণিতে- ৩০জন, ৮ম শ্রেণিতে-২০জন, ৯ম শ্রেণিতে -২৫ জন,দশম শ্রেণিতে ৩১ জন মোট ১১৯জন।
তবে বাস্তবে প্রতিষ্ঠানটিতে কাম্য শিক্ষার্থী নেই। অবকাঠামোগত দিক থেকেও চরম দৈন্যতার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি। দুঃখ জনক হলেও সত্য জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে প্রতিষ্ঠানটি।
সব চেয়ে পরিতাপের বিষয় হচ্ছে বর্তমানে স্কুলটিতে হাতে গোনা ছাত্র/ছাত্রী রয়েছে। গত ২৫ আগস্ট/২৫খ্রি: সোমবার সরে জমিন গিয়ে দেখা গেছে, চার ক্লাস মিলে উপস্থিত শিক্ষার্থী মাত্র ২২ জন। দশম শ্রেণিতে কাউকে পাওয়া যায়নি।
চলতি বছর এসএসসি পরীক্ষায় ছোট উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রও পাশ করতে পারে নাই। যা ব্যাপক ভাবে সমালোচনার ঝড় তুলেছে!
এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা রিডিং পড়তে পারে না। জানা গেছে ভালো লেখা পড়া হয়না বলে অনেকই এই স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে।
পর্যবেক্ষক মহল মনে করেন, এদিকে মাধ্যমিক শিক্ষা বিভাগ ও স্থানীয় প্রশাসনের নজর দেওয়া উচিত!
Leave a Reply