বজ্রকথা প্রতিবেদক।– ৮ আগস্ট/২৫খ্রি: সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের হরিণশিং নামক স্থানে হরিণ শিং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন এর উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে এই ভবনের উদ্বোধন করেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এদিন এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ইউএনও খাদিজা বেগম, বিশেষ অতিথি চতরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মাহবুবার রহমান রাঙ্গা, স্কুলটির প্রধান শিক্ষক মোঃ আবু শাহিন মন্ডল, হরিণ শিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মোঃ সাদেক আলী, সহকারী শিক্ষা অফিসার আবু হেলা মোস্তফা, অভিভাবক আঁখি বেগম, মোঃ আলতাফ হোসেন, উপস্থাপনা করেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান ।
Leave a Reply