পলাশবাড়ী(গাইবান্ধা) বজ্রকথা প্রতিনিধি।- গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান(৭৫)ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থা গুরুতর হলে তিনি সোমবার রাতে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে পলাশবাড়ী উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নেতৃত্বে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে জাতীয় পতাকায় আচ্ছাদিত বিদেহী কফিনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক রাষ্ট্র্রীয় মর্যাদায় আনুষ্ঠানিক কুচকাওয়াজসহ গার্ড অব অনার প্রদানের মধ্যদিয়ে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তফাদার ও থানা পুলিশ অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো ছাড়াও অন্যান্য পুলিশ সদস্য,বীর সহযোদ্ধা বাদশা মিয়া,নজরুল ইসলাম,আনসার আলী,স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের
প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply