পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১২
সেরামানের পাঠশালা পত্নিচড়া
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– মহৎ ও মহান পেশার নাম শিক্ষকতা। যে পেশায় স্বার্থের চাইতে ত্যাগই মূখ্য।
লেখা পড়া শিখে সার্টিফিকেট লাভ অনেকেই করতে পারেন কিন্তু শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে শিক্ষকতায় নাম যশ খ্যাতি অর্জন সবাই করতে পারেন না।
পাকিস্তান আমলে আমরা প্রাইমারী স্কুলের ছাত্র ছিলাম। আমাদের সময়ে স্যাররা বেজায় কড়া ছিলেন, যদিও আইএ, বিএ, এম এ’র সার্টিফিকেট তাঁদের ছিলনা ছিল না,কিন্তু দায়িত্বে ব্যক্তিত্বে তাঁরা ছিলেন মহান।
তাঁদের পোষাক ছিল অতি সাধারণ,পাঞ্জাবী, পাজামা বা তিন পকেট ওয়ালা শার্ট লুঙ্গি। দুর থেকে যারা আসতেন তাদের বাহন ছিল আধাভাঙ্গা বাই সাইকেল। অধিকাংশ শিক্ষক রোদ বৃষ্টি মাথায় নিয়ে ছাতাকে সঙ্গী করে সঠিক সময়ে পাযে হেঁটেই পাঠশালায় পৌছুতেন। আমরা টু-পাস শিক্ষক পেয়েছিলাম। আমাদের সেই শিক্ষক ইংরেজি পড়াতেন পঞ্চম শ্রেণিতে। স্যারগণ বাংলা,অংকেও সমান পারদর্শি ছিলেন। হাইস্কুলেও আমরা ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক পেয়েছিলোম। তাঁরা সল্প বেতনে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, অভাব ছিল তাঁদের কিন্তু আভাব বোধ ছিল না।
পেশাকে তারা কর্তব্য –কর্মজ্ঞান করে জীবন পার করে গেছেন। তাঁরা মান, সম্মান, জ্ঞান, বুদ্ধি বিবেক,ব্যক্তিত্বকে কারো কাছে বন্ধক রাখেননি; লোভ মোহের কাছে নতজানু হননি! অথচ এখন আমরা অনেক কিছুই দেখি! অনেক কিছু শুনি!
যাক যা বলছিলাম, শিক্ষকরা রাস্ট্রের সেই দায়িত্বশীল গোষ্ঠি, যাদের উপর জাতি গঠনের দায়িত্বভার ন্যাস্ত রয়েছে, দেশের সর্বসাধারণ এই গোষ্ঠির উপর নিশ্চিন্তে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বভার অর্পণ করেছেন।সেই কারণে আমরাও শিক্ষকদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং গুরুর আসনে বসিয়েছি।
একটা কথা জানি, শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে যে ব্যক্তি অন্যের সন্তানকে সঠিক শিক্ষাদানে ব্যর্থ হন, সেই শিক্ষকের সন্তানরা সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে না।
যাক যা বলতে চাচ্ছি তাহলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যোগ্য নাগরিক গড়ার কারখানা। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর কিন্তু শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে লিখতে গিয়ে লক্ষ্য করেছি ,নড়বড়ে কারখানায় অদক্ষ কারিগররা ভবিষ্যৎ নাগরিকদের সর্বনাশ করছেন।
তবে সাবাই অদক্ষ সেকথা বলছি না। অনেক ভালো শিক্ষক এখনো রয়েছেন, যারা আদর্শ দিয়ে যোগ্য নাগরিক,দেশ প্রেমিক ভালো মানুষ তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা বিবেকের দায়বদ্ধতা এবং সমাজ ও রাস্ট্রের স্বার্থে শিক্ষকতার ব্রত নিয়ে দায়িত্ব পালন করছেন তাঁদেরকে আমরা সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।
সম্প্রতি গিয়েছিলাম পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নিচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। উদ্দেশ্য ছিল একটাই, শুনেছিলাম ওই স্কুলটা খুব ভালো স্কুল!
কতটা ভালো ,কী ভালো সেটা সরেজমিন দেখার সাধ ছিল এবং স্কুলটিকে নিয়ে কিছু লিখবো এই আরকি!
যাক স্কুলটিতে গিয়ে আসলেই মুগ্ধ হয়েছি। মুগ্ধ হয়েছি প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান পাভেল ও তার সহশিক্ষকদের দায়িত্ববোধের নজির দেখে।জেনেছি, তারা যথা সময়ে কর্মস্থলে যান,শিশুদের খেলা পাড়া শেখান।
পত্নি চাড়ায় একই মাঠে হাইস্কুল ও প্রাইমারী স্কুলের অবস্থান। প্রাচীর ঘেরা বিশাল সবুজ মাঠ, পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের সংখ্যা, উপস্থিতি, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা,নিষ্ঠা, সততা,আচার ব্যবহার সব মিলে খুব ভালোপাঠশালা এটি তাতে কোন সন্দেহ নেই।
স্কুলটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠালাভ করেছে। স্কুলটির নম্বর-৪৭। এই স্কুলের জমিদাতা ছিলেন ওই এলাকার বিদ্যানুরাগী ব্যক্তি আচ্ছরব উল্লাহ। জমির পরিমান ৫০ শতক এবং ২০২২ সালে ভবন নির্মানের স্বার্থে প্রধান শিক্ষক ক্রয় করেছেন আরো ৮ শতাংশ জমিন।
এই স্কুলটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৫৮ জন। প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান জানিয়েছেন, শিশু শ্রেণিতে -৭৫ জন( ৪ ও ৫ বছর বয়সি মিলে), প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ৩৫ জন,দ্বিতীয় শ্রেণিতে-৫৪জন, তৃতীয় শ্রেণিতে -৩৩ জন,চতুর্থ শ্রেণিতে -২৮ জন এবং পঞ্চম শ্রেণিতে -৩৭ জন। এই স্কুলের গড় উপস্থিতি ৯৭% ।
শিক্ষকের পদ ৬টি কিন্তু আছেন ৪জন। কর্মরত শিক্ষকরা হলেন-
১। প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান পাভেল- এম এ
২।সহকারী শিক্ষক মোঃ এরশাদুল ইসলাম –এম এ
৩।সহকারী শিক্ষক মোছাঃ ছাবিনা ইয়াসমীন –এমএ
৪।সহকারী শিক্ষক বীণা ইউফ্রিজিনা সরেন- এম এ
৫।অফিস সহায়ক মোঃ আব্দুল আজিজ
এই স্কুলে উল্লেখ করার মত যা যা আছে তা হলো- ২টি সুন্দর দ্বিতল ভবন, রয়েছে বিশাল খেলার মাঠ, সুপরিসর হলঘর, মালটার ছাদ বাগান, নামাজ ঘর,ইন্টারএক্টিভ হোয়াইট বোর্ড, যা উপজেলায় আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই। সকল শিক্ষক আইসিটিতে দক্ষ, শিক্ষার্থীরাও পারদর্শি।পরিচ্ছন্ন ওয়াশ ব্লক, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে, শতভাগ পোষাক রয়েছে,ধর্মীয় ও জাতীয় দিবস পালন করা হয় ,বার্ষিক পিকনিক, ঈদের ছুটির পর শিক্ষকদের ব্যবস্থাপনায় সকল শিক্ষর্থীদের জিয়াপত খাওয়ানোর ব্যবস্থা,হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের পড়া স্কুলেই করানো হয়।
বেশ কিছু সংকটও রয়েছে এই স্কুলে যেমন, সবার আগে শিক্ষক সংকট,উপজেলা শিক্ষা অফিস এ ব্যাপারে উদাসীন, ফলে পাঠদানে ব্যাঘাত ঘটছে। উন্নয়ন কর্মকান্ড ও সংষ্কার কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দের পরিমান অতি নগন্য। আরো সংকট হচ্ছে, স্লিপের টাকার উপর উৎকোচ গ্রহন। অভিযোগ রয়েছে সিল্প এর টাকার উপর ভ্যাট ১৩% হবার কথা , কিন্তু পীরগঞ্জ উপজেলায় কর্তন করা হয় ২০% অথচ অন্যান্য উপজেলায় কর্তন করা হয়ে থাকে ১৫% ।
আশা করবো শিক্ষা বিভাগ পীরগঞ্জ উপজেলার ভালোমানের পাঠশালাগুলোকে গুরুত্ব দেবেন। প্রতিষ্ঠানগুলোর সংকট নিরসনসহ শিক্ষকদের উৎসাহ যোগাবেন! শেষে সম্মানিত পাঠকদের কাছে গঠন মূলক সমালোচনাে আশা করছি।
Leave a Reply