আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- শীত উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পিঠা পুলির দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আবার অনেকে আসছেন পরিবার পরিজন নিয়ে। কম দামে নানা রকম মুখরোচক পিঠা খেতে পেরে খুশি সবাই। শীতে কাঁপছে উত্তরের জেলা ঠাকুরগাঁও সহ আশ পাশের উপজেলা গুলোও। তারপরও শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে রকমারি পিঠা নিয়ে বসেন ব্যবসায়ীরা। মুখরোচক পিঠার দোকানগুলোতে ভাপা, চিতই, নারিকেল, ডিম চিতইসহ নানা রকম পিঠা পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে সুস্বাধু হালিম। আর কম দামে এসব পিঠাসহ রকমারি খাবার খেতে সন্ধ্যা থেকে ভিড় করেন সাধারণ মানুষ।অনেকে আবার আসেন পরিবার পরিজন নিয়েও। বাসায় বাড়িতে বাড়তি আয়োজন ও সময়ের অভাবে পিঠার দোকানে এসেই পিঠা খান তারা। পিঠা কেনা বেচায় মৌসুমি ব্যবসায়ীরাও এ থেকে বাড়তি আয় করেন।শহরের থানা চত্বর এলাকা, পশ্চিম চৌরাস্তা,পূর্ব চৌরাস্তা এবং সিনেমা হল রোড় এলাকাসহ প্রায় ৩০টি স্থানে শীতকালিন পিঠার দোকান বসে।
Leave a Reply