বজ্রকথা প্রতিবেদক।- মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালন উপলক্ষ্যে ৬ ডিসেম্বর রবিবার পীরগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় সভাপতিত্ব করেন।এই সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট, নবাগত সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, শেখ হাসিনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এ সভায় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে এখানে মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে কর্মসূচী গ্রহন করা হয়েছে। করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি পালনের লক্ষ্যে একটি কমিটি এবং ৪টি উপ-কমিটি গঠন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকল সরকারী, বেসরকারী স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বাস ভবনে পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ। আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, আলোক সজ্জা। এছাড়া ১৪ ডিসেম্বর সোমবার জুম অ্যাপস এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
Leave a Reply