সুলতান আহমেদ সোনা।- এ বছর পীরগঞ্জ উপজেলায় সীম এর আবাদ ভালো হয়েছে। যে কৃষকরা আগাম সীম আবাদ করেছেন,তারা ভালো দাম পাচ্ছেন। পীরগঞ্জ উপজেলার ১৩নং রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের কৃষাণী পারভিন বেগম সীম আবাদ করে ভালো দাম পেয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি তার সাথে কথা হলে তিনি জানান, ছেলে ইয়াছিন আলীসহ এ বছর তারা ১৮ শতাংশ জমিতে সীম আবাদ করে লাভ দাম পেয়েছেন। তিনি জানান কার্তিক মাস থেকে সীম তুলছেন,আশা করছেন চৈত্রমাস পর্যন্ত ক্ষেতের সীম বিক্রী করতে পারবেন। বর্তমান বাজারে তিনি ৪ হাজার টাকা মন দরে সীম বিক্রী করেছেন। আবহাওয়া দর দাম ঠিক ঠাক থাকলে দেড় থেকে ২ লাখ টাকার সীম বিক্রী করতে পারবেন। সীম চাষে কৃষি বিভাগের কোন সহায়তা পেয়েছেন কি না জানতে চাইলে, পারভীন বেগম ও পুত্র ইয়াছীন আলী জানান,তাদেরকে কেউ সহায়তা করেনি।
Leave a Reply