আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের উপশহর আন্তঃব্লক ফুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় দিনের খেলায় মিস্ত্রিপাড়ার কাছে ২-০ গোলে হারলো ৪নং ব্লক। উদ্বোধনী খেলায় শনিবার খেরপট্টি ২-০ গোলে ৭/এ ব্লককে হারায়।
২ জানুয়ারি রবিবার বিকেলে দিনাজপুর শহরে উপশহর ৩নং ব্লক মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় খেলার উদ্বোধন করেন জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় শহিদুল হক সেন্টু, ইকবাল হোসেন, নূর আলম হক খোকন, গরীব নেওয়াজ দুলাল, নিয়ামত উল্লাহ, মুক্তি, খোকনসহ সারোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, নাবিল, ফাহিম, আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।
দ্বিতীয়দিনের খেলায় মিস্ত্রিপাড়া দলের খেলোয়াড়দের নৈপুণ্যতায় ২-০ গোলে হেরে যায় ৪নং ব্লক দল। সোমবার উপশহর ৫নং ব্লক মাঠে তৃতীয় খেলায় প্রতিদ্বন্ধীতা করবে ২নং ব্লক দল বনাম ৬নং ব্লক দল।
Leave a Reply