এল এইচ আকাশ।- ৯ জানুয়ারি ২০২২ রবিবার উপশহর ৫ নং সমাজ কল্যান সমিতি মাঠ প্রঙ্গনে বিকেল সাড়ে ৩টায় উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর সপ্তম দিনের খেলায় শেখপুরা বনাম উপশহর ১ নং ব্লক ফুলবাড়ী বাসষ্ট্যান ২-২ গোলে সমতা করে পয়েন্ট ভাগাভাগিতে সতুষ্ট থাকতে হলো দুই দলকে ।
খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো আফতাব আলম বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক আবু তাহের,সাবেক ফুটবলার ইকবাল হোসেন, শহিদুল হক সেন্টু,ইকবাল হোসেন,মুক্তি, নেয়ামত,সমাজ কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক রশিদুল আলম শাহীম, সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক,রতন,প্রান্ত, খোকন, আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ। খেলাটি পরিচালনা ওবায়দুর রহমান,সুজিত রায়,ফয়জার।
খেলাটি প্রাণবন্ত করার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার লক্ষ্যে খেলার বিরতির পর প্যানেল মেয়র আবু তোরাব আলী দুলাল মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। খেলার শরুতেই সেন্টার থেকে নিয়ে গিয়ে শেখপুরা দল ফুলবাড়ী বাসষ্ট্যানকে গোল দেয়। সময়ের সাথে সাথে খেলার মধ্য বিরতীর পূর্বে শেখপুরা অরো একটি গোল স্কোর বোর্ডে যোগ করে দুই শুন্যতে এগিয়ে থেকে বিরতীতে যায় শেখুপুরা । বিরতীর পরে মাঠে নেমেই ভংকর শেখপুরাকে গোল দিয়ে খেলার মুলধারায় ফেরে ফুলবাড়ী বাসষ্ট্যান। বিরতীর ১৫ মিনিটের মাথায় আরেকটি গোল করে দুই দুইয়ের সমতা টানেন দুই দল। খেলার শেষ পযর্ন্ত কোন গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে খুশি থাকতে হয় দু দলকেই।
উল্লেখ্য যে, ১ জানুয়ারি ২০২২ বিকেল ৪টায় দিনাজপুর উপশহর মিতালী সংঘ খেলার মাঠে উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর উদ্বোধন উদ্বোধন করেন উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট কমিটির আহবায়ক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
Leave a Reply