শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

একদিনে বগুড়ায় করোনায় আরও ১৭ জন মারা গেল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩০০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আজ ১৯ জুলাই সোমবার অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৯৪টি নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ দশমিক ২১ শতাংশ। ৪৯৪টি নমুনার মধ্যে সদরের ১০৩ জন, শিবগঞ্জের ১৫ জন, শাজাহানপুরের ২৫ জন, শেরপুরের ৬ জন, কাহালুরের ৬ জন, দুপচাঁচিয়ার ৬ জন, গাবতলীর ৬ জন, সারিয়াকান্দির ৪জন, নন্দীগ্রামের ৩ জন, আদমদীঘির দু’জন এবং সোনাতলার একজন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৭০ জন।

এ বিষয়ে তিনি জানান, রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৪ জন, জিন এক্সপার্ট মেশিনে ১১টি নমুনায় চারজন এবং এন্টিজেন পরীক্ষায় ১৭১টি নমুনায় ৪৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০টি নমুনায় ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন এবং ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ১২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com