বজ্রকথা ডেক্স।- গত ২৯ সেপ্টেম্বর পার্টির বনানী কার্যালয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিরোধীদলীয় এই উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এমসি কলেজে নারী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষ বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেই এমসি কলেজের ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেখার অপেক্ষায় আছে।অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।জি এম কাদের ক্ষোভের সঙ্গে বলেছেন, রেমিট্যান্স যোদ্ধারা আজ কাজে ফিরতে রাস্তায় আন্দোলন করছে। তারা টিকিটের নিশ্চিয়তা পাচ্ছে না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, সৌদি গমনেচ্ছুরা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বিমানের টিকিট পান সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাদের জন্যও কার্যকর উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।এ সময় জাপা চেয়ারম্যান বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কথা শোনেন এবং তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply