কটিয়াদী প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে কিশোরী ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামীর নাম মো. আমিন (২৩)। সে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের নূরুল ইসলামের পুত্র। ১৫ জুলাই বিকালে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিলের নির্দেশে এসআই দুলালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ৩নং আসামী আমিনকে পাকুন্দিয়া উপজেলার পুলেটঘাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ধান সংগ্রহের জন্য পাশের একটি বাড়িতে যান পরিবারের সদস্যরা। ওই সুযোগে কিশোরীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত হৃদয়ের সহযোগীরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় হৃদয়ের বাড়িতে। সেখানে হৃদয় ধর্ষণ করে পাশের একটি ভূট্টা ক্ষেতে রেখে চলে যান। পরে অনেক খোঁজাখুজির পর ওই ভুট্টা ক্ষেতে হাত- মুখ বাধা অবস্থায় কিশোরীকে দেখতে পায় তার বাবা। এদিকে সঠিক বিচারের জন্য কিশোরীর মা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এদের মধ্যে মামলার ৩নং আসামী আমিনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply