কবিতা
মনের পশু জবাই করো
ওহে মুসলমান,
পশু জবাই করার নামই
নহে তো কুরবান।
আত্মশুদ্ধি করো তোমার
নিয়ত করো খাঁটি,
নয় তো তোমার কুরবানিটা
হয়ে যাবে মাটি।
ভাগ করে নাও ঈদের খুশি
জাত ভেদাভেদ ভুলে,
গরীব কাঙাল সকলেরে
নাও গো বুকে তুলে।
ঈদের খুশি দাও বিলিয়ে
সবার ঘরে ঘরে,
কুরবানিটা কবুল হবে
বুঝিবে অন্তরে।
Leave a Reply