কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।- “মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার”, “সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশ সুপারের উদ্যোগে ১ লক্ষ বৃক্ষের চারা রোপণ কর্মসূচী উপলক্ষ্যে ১১ আগস্ট কাহারোল থানার আয়োজনে থানা চত্বরে বৃক্ষের চারা রোপণ করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কাহারোল-বীরগঞ্জ মোঃ আব্দুল ওয়ারেস। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায় সহ থানার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। বৃক্ষ রোপণ শেষে প্রধান অতিথি জনগণের মাঝে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করার জন্য থানার কর্মকর্তাদের আহব্বান জানান।
Leave a Reply