ডেক্স রিপোর্ট।- উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন এমন ধারনা করছেন দক্ষিণ কোরিয়ার একজন কূটনীতিক এবং সে কারণে তার বোন কিম ইয়ো জং ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন।
নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের অধীনে কর্মরত চ্যাং সং মিন তার দেশের গণমাধ্যমকর্মীদের এ কথা বলেছেন।
চেংয়ের দাবি, কিম জং উন কোমায় আছেন। তবে তার জীবনের অবসান ঘটেনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে সম্পূর্ণ উত্তরাধিকার কাঠামো গঠন করা হয়নি। দীর্ঘকাল ধরে তো আর শূন্যতা বজায় রাখা যায় না। সে কারণে কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সামনে নিয়ে আসা হচ্ছে।
Leave a Reply