শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীর জামিন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৪৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। সোমবার গোবিন্দগঞ্জ চৌক আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে তাদের জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। আওয়ামী লীগের এই নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় কার্যলয়ে ভাংচুরের অভিযোগে সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছিল। আসামীদের আইনজীবী কে এম হাসান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তৌকির হাসান রচি গ্রেপ্তারের হলে আ’লীগের নেতা কর্মীরা তাঁর মুক্তির দাবীতে শনিবার দুপুরে একটি বিরাট বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এর পরেই উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ছবি ভাংচুরের অভিযোগ করে পৃথক দুটি মানববন্ধন করে। পরে সাবেক যুবলীগ নেতা আলতামাসুল ইসলাম প্রধান (শিল্পী) বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ১ নং আসামী করে আরও ৩২ জনকে আসামী এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com