ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- “নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগানকে সামনে রেখে র্যালি, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এশিয়ান টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি সুলতান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষপূর্তির কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জিল্লুর রহমান, মীর হান্নান, সামছুল ইসলাম সামু, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু,মোঃ ফরিদুল ইসলাম সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমন।
Leave a Reply