ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২০-২১ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাফে খন্দকার শাহানসা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, মোঃ শাহানুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। চলতি মৌসুমে কৃষকদের আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৮০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এতে কৃষক প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ, ২০ কেজি ডিএপি সার দেওয়া হবে।
Leave a Reply