শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

দিনাজপুরে কাব্যকুঞ্জ’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।-  দিনাজপুরে কাব্যকুঞ্জ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবৃত্তি মেলা, আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘শুদ্ধ উচ্চারণ শিখি’- এই শ্লোগানকে সামনে রেখে ১৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে কাব্যকুঞ্জ এর আয়োজনে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কাব্যকুঞ্জ দিনাজপুরের সভাপতি মো. শামীম শেখ এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ, উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য রেজাউর রহমান রেজু।এছাড়াও কাব্যকুঞ্জ দিনাজপুরের সাধারণ সম্পাদক শেখ ছাগীর আহমেদ কমল এর সঞ্চালনায় আবৃত্তি ও আলোচনা সভাশেষে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিরা। সম্মানিত অতিথিরা বলেন, শুধু পড়াশুনায় আমাদের সন্তানদের সম্পৃক্ত না রেখে তাদের মনের বিকাশ ঘটাতে সাহিত্য সংস্কৃতি চর্চা খুবই জরুরি। আজকালকার শিশুরা টিভি ও মোবাইল ফোনে আসক্ত হচ্ছে। আমাদের সন্তানদের ইউটিউব চর্চা থেকে সরিয়ে এনে সাংস্কৃতিক চর্চায় আসক্ত করতে হবে। বর্তমানে শুদ্ধ আবৃত্তি চর্চার নতুন দ্বার উন্মোচন হয়েছে। এ চর্চার মধ্যেই একদিন এরা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ আবৃত্তিকার হিসেবে বের হবে। এখন থেকেই আমাদের সন্তানদের ভাষার প্রতি যত্নবান ও সম্মান প্রদর্শনের চর্চা শেখাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com