নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে চতুর্থ এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা -২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় নীলফামারী জেলা দল কে ১-০ গোলে হারায় জয়পুরহাট জেলা ফুটবল দলের খেলোয়ারেরা। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কমিটির আয়োজনে ফেস্টুনসহ বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কমিটির আহবায়ক জহির শাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কমিটির সদস্য সচিব গোলাম নবী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন, সাবেক পরিচালক শামীম কবীর, কমিটির নির্বাহী সদস্য মাহমুদুন্নবী পলাশ, মাসুদ রানা, ফিরোজ বাবু প্রমুখ। উদ্বোধনী খেলায় জয়পুরহাট জেলা ও নীলফামারি জেলা দল অংশ নেয়। শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধে জয়পুরহাট বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধে আক্রমণ ভাগের খেলোয়াড়রা গোল করতে মুহু মুহু আক্রমণ চালায়। জয়পুরহাটের সৈকত দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে একমাত্র গোল করে দলের বিজয় ছিনিয়ে নেয়। প্রসঙ্গত, এটিএন বাংলার আয়োজনে চতুর্থবারের মতো এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলা দল অংশ নেয়।
Leave a Reply