শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন

দিনাজপুরে নবীনদের বরণ করে নিলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে নবীনদের বরন করে নিলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিজ্ঞ আইনজীবীরা।

আজ সোমবার বিকেলে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগত আইনজীবীদের বরন করে নেন তারা। এসময় বিজ্ঞ আইনজীবীরা নবাগতদের হাতে রজনীগন্ধার স্টিক ও উপহার সামগ্রী তুলে দেন তারা।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী মো. নুরুজ্জামান জাহানী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মো. তহিদুল হক সরকার।

এছাড়াও বিজ্ঞ সিনিয়র আইনজীবী শৈলেন কান্তি রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র আইনজীবী হাসনে ইমাম নয়ন, আজিজার রহমান, লতিফুর রহমান, বিজ্ঞ আইনজীবী দেলোয়ার হোসেন ১, খাদেমুল ইসলাম, সারওয়ার আহমেদ বাবু, মোখলেছুর রহমান দুলাল, রবিউল ইসলাম রবি ২, মকসেদুর রহমান সাহাজাদা, শুভ বিশ্বাস, মোজাম্মেল হক লিটন প্রমুখ।

এর আগে নবাগত আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন জয়ন্ত কুমার রায় জুয়েল, মোছা বিথীকা সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com