আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদ কার্যকরী কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের পাটুয়াপাড়াস্থ শহর সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে উক্ত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শহর সমাজসেবা সমন্বয় পরিষদ কার্যকরী কমিটির সভাপতি বজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদ কার্যকরী কমিটির সহ সভাপতি কামরুল হুদা হেলাল, মনোয়ারা সানু, যুগ্ম সাধারণ সম্পাদক আলেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ্, কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, প্রচার ও গণসংযোগ সম্পাদক আব্দুল হামিদ, নির্বাহী সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার।
সভায় উপস্থিত সকলের অনুমতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানান পরিষদের সভাপতি।
Leave a Reply