নবাবগঞ্জ (দিনাজপুর) সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের হস্তক্ষেপে ইউ পি সদস্যার নিকট থেকে বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের আত্মসাতকৃত টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকা ভাতাভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে। বুধবার ০২ সপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে ভাতাভোগীদের হাতে উদ্ধার করা ওই টাকা তুলে দেন। এ সময় ভাতাভোগী গণ ও টাকা আত্মসাতের অপচেষ্টাকারী ইউ,পি সদস্যা দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ইউ,পি সদস্যা দেলোয়ারা বেগম কে ভবিষ্যতে যেন এ রকম না হয় সে ব্যাপারে সতর্ক করে দেন। জানা যায় গত ২৭ আগষ্ট উপজেলার জয়পুর ইউনিয়নের ভাতাভোগীদের মাঝে টাকা বিতরণ করা হয়। ভাতাভোগীরা টাকা হাতে পাওয়ার পর জয়পুর ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের ইউ,পি সদস্যা দেলোয়ারা বেগম তাদের কয়েক জনের নিকট থেকে টাকা দাবী করেন। ভ’ক্তভোগীদের ভাষায় তাদের নিকট থেকে নাম কেটে দেয়ার ভয় দেখিয়ে ওই ইউ,পি সদস্যা এক প্রকার জোর করে টাকা নিয়ে নেন।পরবর্তীতে বিষয়টি ভ’ক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার ওই ইউ,পি সদস্যার নিকট থেকে টাকা উদ্ধার করে আজ বুধবার তাদের হাতে তুলে দেন। টাকা ফেরত পাওয়া উপকার ভোগীরা হলেন প্রতিবন্ধী তেপুকুরিয়া গ্রামের আশরাফুল হকের ছেলে ইব্রাহীম আলী ২ হাজার টাকা ও প্রতিবন্ধী কাতলমারী(বুড়িরআড়া)গ্রামের সামিয়া টুডুর ছেলে সাজু টুডু ৩ হাজার টাকা এবং বিধবা তেপুকুরিয়া গ্রামের মৃত নবাব আলীর স্ত্রী আশেদা বেওয়া ২ হাজার টাকা। ইউ,পি সদস্যা দেলোয়ারা বেগম ভাতাভোগীদের নিকট থেকে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন তার জীবনে এমনটি কখন হয়নি। এটা প্রথম। অপর দিকে ওই ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউ,পি সদস্য জানান উপরোক্ত ইউ,পি সদস্যা আরও অনেকের নিকট টাকা নিয়েছেন। তারাও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply