নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার বিকালে ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী (১৭) নিজে বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায় কলেজ ছাত্রীর প্রতিবেশি উপজেলা সদরের প্রফেসর পাড়ার বাচ্চু মিয়ার ছেলে আসাদুল্লাহ আল গালিবের (২০) সাথে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর পর তারা বিভিন্ জায়গায় বেড়াতে যান ও যুগল ছবি ধারণ করেন। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীর নিকট গালিব মোবাইল ফোনে তার নগ্ন ছবি চায়। কলেজ ছাত্রী ওই ধরনের ছবি দিতে রাজী না হলে গালিব তাদের যুগল যে ছবি তোলা আছে তা এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে রংপুরের ভিন্ন জগৎ ও বিরামপুরে আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ অবস্থায় গত ৭ নভেম্বর দুপুরে ওই কলেজ ছাত্রীর বাড়ীতে কেউ না থাকার সুযোগে গালিব তাকে ধর্ষণ করে। বিয়ের কথা বললে গালিব এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হবে বলে ভয় দেখায়। মামলার তদন্তকারী অফিসার এস আই মশিউর রহমান জানান মামলার অভিযুক্ত গালিবকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী কলেজ ছাত্রীকেও গতকাল বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে।
Leave a Reply