সুবল চন্দ্র দাস ।- নেত্রকোনা জেলা সিআইডি পুলিশ দুর্গাপুর থানার মামলা নাম্বার ১১(১২)১৮ ধারাঃ ৩০২/৩৯৪/৩৪ দঃবিঃ এর ঘটনার দুই বছর পর হত্যার রহস্য উদঘাটন করেছে। সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার সাঈদ আহমেদ এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার অজ্ঞাত চালক হত্যা, টাকা মোবাইল মোটর সাইকেল ছিনতাই মামলার প্রধান আসামী খলিলকে জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে আটক করেন। আটক আসামী খলিল সিআইডি পুলিশের নিবীড় জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় দায়িত্ব স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী খলিলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সিআইডি পুলিশের একটি দল ঘটনার সাথে জড়িত মুল আসামী আশিক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করলে সেও হত্যার দায় স্বীকার করে গুরুত্বপুর্ন তথ্য প্রদান করে। মামলার তদন্ত তদারককারী অফিসার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার সাঈদ আহমেদ জানান, সিআইডি নেত্রকোনা জেলা পুলিশ উক্ত আসামীকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নিজেকে জড়িয়ে তার সহযোগী আসামীর নাম ঠিকানা উল্লেখ পূর্বক ঘটনার বিস্তারিত বিবরণ বর্ননা করে বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। তার স্বীকারোক্তি দীর্ঘদিন পর ক্লুলেস এ হত্যা ছিনতাই মামলার রহস্য উম্মোচিত হলো। এ ঘটনায় জড়িত অপর আসামী গ্রেফতার ও লুন্ঠিত মোটর সাইকেল উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
Leave a Reply