মোঃ আসাদুজ্জামান রিপন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে পাঁচবিবি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগীতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পাঁচবিবি উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল শহীদ মুন্না এবং বিশেষ অতিথি হিসাবে পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলের অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান বাচ্চু, উপজেলা বিজ্ঞান ক্লাবের সম্পাদক মোঃ কামরুজ্জামান মন্ডল মিঠু ও প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষক/শিক্ষিকা গণ এবং ছাত্র/ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আব্দুল হামিদ এবং সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.বরমান হোসেন। বিজ্ঞান অলিম্পিয়াড শেষে বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
Leave a Reply