মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি প্রতিনিধি ।- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার শালুয়ার বিল নামক এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, আজ দুপুরে কয়েক জন জেলে শালুয়ার বিলে মাছ ধরার জন্য যায়। তারা বিলে মাছ ধরার সময় ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির লাশ দেখতে পায়। এমতাবস্থায, তারা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উক্ত স্থান হতে পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠাবে বলেও জানান।
Leave a Reply