এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- করোনা ভাইরাস অাগ্রাসনের শুরু থেকেই ব্যক্তি উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করে সবার দৃষ্টি কেড়েছেন পার্বতীপুরের তরুন জনসেবী শাহীন আলম৷ এরই ধারাবাহিকতায় মানুষ কে স্বাস্হ্য সচেতন করে তুলতে এবং করোনার হাত থেকে রক্ষা করতে শুরু করেছেন মাস্ক বিতরন৷ শুক্রবার পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খেটে খাওয়া মানুষের মাঝে নিজ উদ্যোগে বিনা মূল্যে প্রায় দুই হাজার মাস্ক বিতরন করেছেন৷ এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷ পার্বতীপুর পৌরসভা আওয়ামীলীগের দুই নম্বর ওয়ার্ডের সাধারন সম্পাদক শাহীন আলম করোনা ভাইরাস আগ্রাসনে কর্মহীন অসহায় দুঃস্হ মানুষের পাশে দাঁড়িয়ে,তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইতোমধ্যেই আলোচিত হয়েছেন৷ করোনা আগ্রাসনের শুরু থেকে আজ পর্যন্ত তিনি নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখে ত্রান সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন৷ পার্বতীপুরের বিভিন্ন পাড়া মহল্লায় খুঁজে খুঁজে দিন-দরিদ্র অর্ধাহারী-অনাহারী মানুষের কাছে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন৷ ৷ তাঁর এই মহানুভাবতা দেখে এলাকার মানুষ অভিভূত৷ তিনি এর সবই করছেন নিজ উদ্যোগে৷ ব্যক্তি জীবনে শাহিন আলম একজন প্রথম শ্রেনীর ঠিকাদার৷ একজন আদর্শ শিক্ষকের সন্তান৷ তাঁর ভাষায় মানুষের কল্যানে তাঁর এই কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি৷
Leave a Reply