শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

পার্বতীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬৮ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ১৪০ পিচ ইয়াবাসহ রানা হোসেন (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে৷ আজ সোমবার সকালে তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে৷ গতকাল রবিবার রাত ১০ টা ৫৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের মোছাফির খানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রানা হোসেনকে ১৪০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়৷ সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার যোগিতলা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র৷ সে একজন চিহৃিত মাদক ব্যবসায়ী এবং সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দলের সদস্য৷ তার বিরুদ্ধে জয়বেদপুর থানায় মাদক আইনে মামলা রয়েছে৷
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com