এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে সীমান্তের চোরা পথ দিয়ে নিয়ে আসা ভারতীয় কসমেটিক সামগ্রী সহ দুৃই মহিলা চোরাচালানীকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ৷ শুক্রবার বিকেল ৫ টা ৩০ মিনিটে পার্বতীপুর শহরের অদুরে হলদীবাড়ী রেলওয়ে গেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মূল্য লক্ষাধীক টাকা৷
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ পুলিশি অভিযান চালিয়ে রিকসা যোগে বস্তায় ভরে ভারতীয় কসমেটিক সামগ্রী নিয়ে পার্বতীপুর শহর অভিমুখে আসার পথে হলদীবাড়ী রেলওয়ে গেট এলাকা থেকে মালামাল সহ দুই মহিলা চোরাচালানীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধীক টাকা মূল্যের মালামাল৷ এগুলো সীমান্তের চোরাপথ দিয়ে ভারত থেকে নিয়ে আসা হয়েছে বলে ধারনা করা হচ্ছে৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে তহুরা বেগম (৩৫) পিতা মৃত জহির উদ্দিন স্বামী আইয়ুব আলী পূর্ব জগন্নাথপুর কেডিসি রোড,বিরামপুর,দিনাজপুর ও সালমা (৩৬) পিতা মৃত সমসের আলী স্বামী নজরুল ইসলাম গুলপাড়া,পার্বতীপুর,দিনাজপুর৷ এই অভিযানের নেতৃত্ব দেন ওসি মোঃ এমদাদুল হক ও সাব-ইন্সপেক্টর নূরে আলম৷
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট/১৯৭৪ এর ২৫-বি(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলা নম্বর-৩ তারিখ-২৮.৮.২০২০৷
Leave a Reply