পীরগঞ্জ (রংপুর) থেকে মোঃ হানিফ মিয়া।-রংপুরের পীরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপির প্লাটুন তালিকা হালনাগাদ করণ শুরু হয়েছে।
জেলা কমাডেন্টের নির্দেশে পীরগঞ্জ উপজেলায় আনসার ভিডিপি সদস্যদের প্লাটুন তালিকা হালনাগাদ ও বাছাই করা হচ্ছে।
৮ই এপ্রিল সোমবার সকাল দশ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিস চত্বরে ইউনিয়ন ভিত্তিক সকল সদস্যদের বাছাই কার্যক্রম শুরু করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খাতিজা খাতুন ও উপজেলা আনসার প্রশিক্ষক মোঃমুক্তার রহমান ।
এ বিষয়ে উপজেলা আনসার অফিসার খাতিজা খাতুন জানান, এটি হালনাগাদ করার কারণ হচ্ছে, আনসার ও ভিডিপি সদস্যদের অনেকের বয়স বেড়েছে কিংবা অনেকে অসুস্থ আছেন, কেউ কেউ মারা গেছেন; তাই ইউনিয়ন ভিত্তিক প্লাটুন আকারে পুনর্গঠন কর্যক্রম শুরু করা হয়েছে। এটি ধারাবাহিকভাবে বাকি সব ইউনিয়নগুলোতে বাছাই কার্য সম্পন্ন করা হবে।
এদিন বাছাইকালে জাতীয় পরিচয় পত্রের মূল কপি,ভিডিপি সনদের মূল কপি,পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিয়ে পীরগঞ্জ উপজেলার আনসার ভিডিপি সদস্য/সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন।
Leave a Reply