কনক আচার্য।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বর্তমান সরকারের আমলে চলমান উন্নয়ন মূলক কাজ গুলোতে ব্যাপক ভাবে অনিয়ম দুর্নীতি চললেও মুখে কুলুপ এটে বসে আছে পীরগঞ্জ উপজেলার প্রকৌশল বিভাগ।
সরকার দলীয় লোকদের ভাষায় চলমান কাজকর্মকে উন্নয়ন কর্মকান্ড হিসেবে অভিহিত করা হলেও কাজগুলো নিয়ম মাফিক হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভিআইপি উপজেলা হিসেবে পরিচিত পীরগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকান্ডে ঠিকাদারগণ অনিয়ম দুর্নীতির মাধ্যমে দায়সারা গোছের কাজ কর্ম করছেন ,কিন্তু এলজিইডি পীরগঞ্জ চুপচাপ তা দেখছে? এতে উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা গেছে, রাস্তা পাকা করন, স্কুল ঘর নির্মান, ড্রেন নির্মান, ব্রিজ, কাল ভার্ট নির্মান, প্রাথমিক শিক্ষা বিভাগের স্কুল ঘর নির্মান,স্লিপসহ ক্ষুদ্র মেরামত,পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর সংস্কার কাজ,এডিপি’র কাজ, এলজিএসপির কাজ, জনস্বাস্থ্য বিভাগের ড্রেন ও পানির লাইন নিয়েও সমালোচনা আছে। পৌর সভার উন্নয়ন কাজের মান নিয়েও কথা আছে। গ্রাম সমিতির কাজ নিয়েও অভিযোগ আছে। অভিযোগ রয়েছে,এই সব কাজে নি¤œ মানের ইট, ব্যবহার করা হয়েছে, হচ্ছে। বালি ব্যবহারের ক্ষেত্রেও অভিযোগ রয়েছে।বালির পরিবর্তে বালিমাটি ব্যবহারে অভিযোগ আছে। এখানে মুল ঠিকাদার কাজ করে না। স্থানীয় ফড়িয়াদের কাছে কাজ বিক্রী করে যায় ঠিকাদার। ফলে অধিক মুনাফার স্বার্থে ফড়িয়ারা যত প্রকার অনিয়ম ,দুর্নীতি আছে সব করছেন।পর্যবেক্ষক মহল আশা করেন উপজেলা প্রকৌশলী সরে জমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
Leave a Reply