পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত এর কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির কাজ যেন তেন ভাবে করে লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে অনন্তপুর প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যিনি জোড়া তালি দিয়ে কাজ করেছেন তার বিদ্যালয়ে। পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,চতরা ইউনিয়েনের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরে মাইনর (ক্ষুদ্র) মেরামতের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের কাজ বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) মাধ্যমে করার কথা। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশল অফিসের সঙ্গে যোগসাজশ করে কাগজে কলমে প্রাক্কলন ও রং করেই বরাদ্দকৃত অর্থ নয় ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। দুঃখজনক হলেও সত্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যরা বরাদ্দের কথা জানলেও কিভাবে অর্থ ব্যবহার করতে হবে এ ব্যাপারে কিছুই জানেন না। সরেজমিন অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় মেরামতের ২ লাখ টাকা দিয়ে আশানুরুপ দৃশ্যমান কোন কাজই করা হয়নি। বাইরে রং করলেও ভিতরের ছাদ রং করা হয়নি!
উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন জানান, ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ টাকা’ এবং স্লিপের ৫০ হাজার টাকা দিয়ে স্কুল রং করা এবং বাথরুমের কাজ করেছি। ‘অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খাদেমুল ইসলাম জানান, ‘কিছুদিন পুর্বে বিদ্যালয় ভবনের বাইরে অংশে রং করা হয়েছে। এছাড়া আর কি কাজ করা হয়েছে বলতে পারবো না, প্রধান শিক্ষক বলতে পারবেন।’পীরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ জামান জানান, ‘২০১৯-২০ অর্থবছরে বরাদ্দপ্রাপ্ত সকল টাকাই বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে। এছাড়া মাইনর মেরামতে কোন অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।
Leave a Reply