পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- মাদক মুক্ত পীরগঞ্জ গড়ার লক্ষ্যে থিয়ারপাড়া যুব সমাজের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার থিয়ারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মদনখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সেলিম মন্ডল, দৈনিক আলোর সংবাদ ডট কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার, সংবাদকর্মী সৈয়দ রায়হান বিপ্লব ইউপি সদস্য শাহজাহান আলী, সাইফুল ইসলাম। উক্ত খেলায় থিরারপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে পীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আরাজী গঙ্গারামপুর ফুটবল একাদশ ৪ গোলে বিজয়ী হন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে খাসি ও রানার্সআপ টিমের জন্য ২টি রাজহাঁস প্রদান করা হয়।
Leave a Reply