বজ্রকথা প্রতিনিধি।- বৃহস্পতিবার ৮ অক্টোবর পীরগঞ্জে নবাগত নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটরীয়ামে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আল ইমরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাবেক সাংসদ নুর মোহাম্মদ মন্ডল, আওয়ামীলীগ সভাপতি এ্যাড আজিজুল ইসলাম রাঙ্গা,বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সাংবাদিক মাজহারুল ইসলাম মিলন,আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান মন্ডল, শাহিদুল ইসলাম পিন্টু, হাইফুজ্জামান ফুলু,আসিয়ার রহমান প্রমুখ। নবাগত নির্বাহী অফিসার তার পরিচয় তুলে ধরে বলেন আমি আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পীরগঞ্জের মানুষ অফিসে এসে যেন কোন কারনেই কষ্ট না পায় সেদিকে খয়াল রাখার অনুরোধ রাখেন ।
Leave a Reply