আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ইএনএএলইউএলডি-এসএলএস প্রকল্প আয়োজনে সাগুনী রাবার ডেমের কাছে এ মাঠ দিবস হয়। ভুট্টার জমিতে সাথী ফসল হিসেবে ঝিঙ্গা চাষ, পারিবারিক দুগ্ধ খামার থেকে দুধ কেঁচো কম্পোস্ট বয়োগ্যাস, বায়ো-সেলারী উৎপাদন, উত্তর মালঞ্চা নিরাপদ সবজি ও ফল চাষের গ্রাম, আমন ধানের দৈত্ব রোপন পদ্ধতি, জৈব বালাইনাশক হিসেবে গোচনার ব্যাবহার, কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপণন, সেচের জন্য রাবার ড্যামের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করে সেচ প্রদান, ফলের বাগানে ড্রিপ ইরিগেশন, উত্তর মালঞ্চায় ভার্মি কম্পোস্ট গ্রাম স্থাপন, ফসলের অবশিষ্টাংশ ও ধৈঞ্চা, মাসকালাই, মুগডাল জাতীয় গাছ সরাসরি মাটিতে মিশিয়ে দিয়ে মাটির স্বাস্থ্য সুরক্ষা করাসহ কয়েকটি বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম। জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, রাবার ডেম পানি ব্যবস্থাপনা কমিটির সম্পাদক সমেন্দ্র নাথ রায়, পীরগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, কৃষক মমতা রানী, মুক্তি রানী, হাবিবুর রহমান, রস্তম আলী প্রমূখ। পরে উপস্থিত কৃষকসহ কৃষক হাবিবুর রহমানের গরুর খামার, জৈব সার ও বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম।
Leave a Reply