বজ্রকথা প্রতিনিধি।– ১৮ নভেম্বর/২৩খ্রি: শনিবার পীরগঞ্জে আলুর বাজার স্বাভাবিক রাখতে ২৭ টাকা কেজি দরে ৯ হাজার কেজি আলু ব্যাপারীদের নিকট বিক্রী করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পৌর বাজারে বিক্রির জন্য এই আলু সরবরাহ করা হয়।
আজ বিকেলে উপজেলা কৃষিকল হিমাগার লিমিটেড ইউনিট-২ থেকে নগদ টাকায় ব্যাপারীদের নিকট ৯টন (৯হাজার কেজি) আলু সরবরাহ করেন প্রতিষ্ঠানটির জেরারেল ম্যানেজার মিজানুর রহমান।
এ সময় থানা প্রশাসনের পক্ষ থেকে এ এস আই মোঃ লোকমান হাকিম, সহকারী ম্যানেজার দেলওয়ার হোসেন, নয়ন মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্যাপারী রিপন মিয়া,শাহীন মিয়া, জলিল মিয়া, হাবীব মিয়া, পলাশ মিয়া,, রফিক মিয়া, রবিউল ইসলামসহ প্রায় ২৫জন ব্যাপারী উপস্থিত ছিলেন।
Leave a Reply