শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মুল্যে চোঁখ ও দাঁতের চিকিৎসা হচ্ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৫০ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বেড়েছে। এখানে সাধারন রোগের চিকিৎসার পাশাপাশি বিনা মুল্যে চোঁখের,দাতের চিকিৎসা পাচ্ছে সাধারণ মানুষ। দেয়া হচ্ছে উচ্চ রক্ত চাপের চিকিৎসা ও ঔষধ। গত ১৭ নভেম্বর মঙ্গলবার উপজেলা হাসপাতালে গিয়ে দেখা গেছে, অনেক নারী পুরুষ লাইন দিয়ে চোঁখের চিকিৎসা নিচ্ছেন। মোছাঃ নুরতাজ বেগম সেবিকা রোগীদের সেবা দিচ্ছেন। প্রযোজনে অপরপ্রান্ত থেকে অন-লাইনে যুক্ত হচ্ছেন চোঁখের ডাক্তার। কম্পিউটারে ব্যবস্থাপত্র আসছে অন-লাইনে। বিনা মুল্যে রোগীদের ঔষধপত্র সরবরাহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রুহুল আমিন জানান, জনবল সংকটের কারনে আশানুরুপ সেবা দিতে পারছিনা। তিনি বলেন, এখানে আয়া পিয়নের সংকট আছে। ঔষধ পত্র পাচ্ছি কিন্তু বরাদ্দ বাড়ানো দরকার। তিনি বলেন খুব অল্প সময়ের মধ্যে সারা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়াতে ব্যবস্থা নেয়া হবে। তিনি চিকিৎসা পাবার ক্ষেত্রে সরকারী সুযোগ সুবিধা গ্রহন করতে এলাকার সাধারণ মানুষকে হাসপাতালে আসার আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com