বজ্রকথা ডেক্স।- ভারত থেকে আসছে ৫০ হাজার টন পেঁয়াজ, এরই মধ্যে সরবরাহ শুরু হয়ে গেছে। প্রথম চালান পৌছে গেছে দেশে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, টিসিবি’র মাধ্যমে এই পেঁয়াজ চট্টগ্রাম ও ঢাকায় ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। তিনি আরো জানিয়েছেন, রোজা শুরুর পর থেকে বাজারে অধিকাংশ পণ্যের দাম কমেছে।
শুধু ঢাকা ও চট্টগ্রামে কেন, সারা দেশের অন্য এলাকার মানুষ কি ৪০ টাকা কেজিতে এই পেঁয়াজ খেতে পারবেন না, এমন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম বলেছেন, ঢাকা ও চট্টগ্রামে ৪০ টাকা কেজিতে বিক্রি হলেই সারা দেশে তার প্রভাব পড়বে।
এদিকে পেঁয়াজ আমাদানীর খবরে বাজার বেশ প্রভাব পড়েছে, গতকাল উত্তরাঞ্চলের হাট বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজিতে।
Leave a Reply