শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্তমুক্তি’র দাবীতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১০৪ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- স্বাস্থ্য মন্ত্রনালয়ের কতিপয় কর্মকর্তা কর্তৃক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ৬ ঘন্টা আটকে রেখে নির্যাতন, হেনস্তা এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব। এ উপলক্ষে ১৯ মে বুধবার বিকাল ৪টায় বগুড়ার শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ডে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সাপ্তাহিক তথ্যমাত্রা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, আমাদের সময় প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ, অনলাইন পত্রিকা বাংলার দর্পনের সম্পাদক রঞ্জন কুমার দে। এসময় সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওন, সাংবাদিক আরিফুজ্জামান হীরা, সাখাওয়াত হোসেন জুম্মা, শফিকুল ইসলাম বাবলু, জিয়াউদ্দিন লিটন, নজরুল ইসলাম প্রমুখ। এসময় শেরপুর উপজেলা প্রেসক্লাব, শেরপুর প্রেসক্লাব, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থা, শেরপুর অনলাইন প্রেসক্লাব, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার পেশাগত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে, তার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঘৃণ্যতম নির্যাতন ও হেনস্তাকারী সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com