উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯৪ জনে। নতুন করে আরও শনাক্ত হয়েছেন ১২৭ জন। বুধবার (৩০ জুন) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।
এ বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলা সদরের তিনটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন দুই নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার ৫ জন, বাকি ৩ জন অন্যান্য জেলার করোনা রোগী।
তিনি আরও উল্লেখ করেন, গত ২৪ ঘন্টায় ৩৩৬টি নমুনা পরীক্ষা করে ১২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৩ হাজার ৮৩৯ জন, আর নতুন করে ৬১ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা ১২ হাজার ৬১২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন করোনা পজেটিভ রোগী।
Leave a Reply