উত্তম সরকার, বগুড়া থেকে।- বগুড়ায় রাস্তা পারাপাড়ের সময় ট্রাকচাপায় আবদুল হালিম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত্রী সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শহরের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হালিম শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার আমীর আলী শেখের ছেলে। তিনি শহরের সাতমাথায় ফুটপাতে খাবার বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ি এলাকায় রাস্তাপার হচ্ছিল আবদুল হালিম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা তিনি গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় চালক লিটন (২৪) ও তার হেলপার বিপ্লব (১৭) কে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দিলে তাদের গ্রেফতার দেখানো হবে।
Leave a Reply