গত ৩০ সেপ্টেম্বর ভারতের সিবিআই আদালত অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার মামলায় রায়ে ৩২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছে ।বিচারক তার রায়ে বরেছেন, ‘বাবরি মসজিদ ভাঙার কাজটি পূর্বপরিকল্পিত নয়। বরং অভিযুক্তরা মসজিদ বাঁচানোর চেষ্টা করেছিলেন। ধ্বংসকারীদের মোটেই উৎসাহিত করেননি। তদন্তকারী সংস্থা যে ভিডিও অডিও রেকর্ডিং আদালতে দিয়েছে, তার ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা যায় না।’ রায়ে বিচারক বলেন, ‘যারা মসজিদের গম্বুজে উঠেছিলেন তারা সমাজবিরোধী।’এদিন বিচারক সব অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে ২৬ জন উপস্থিত ছিলেন। আদভানি ও যোশী বয়সের কারণে ভিডিও মারফত আদালতে যোগ দেন। উমা ভারতী করোনায় আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন। রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান নিত্য গোপাল দাসও বয়সের কারণে হাজির হননি । রায় প্রকাশের পর প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি খুবই খুশি। এ রায়ে আমার রাম মন্দির আন্দোলনের বিশ্বাসেরই জয় হয়েছে।’
Leave a Reply