এবিএম মুছা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- শীতার্তদের পাশে আমরা” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার অসচ্ছল ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
সোমবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার অসচ্ছল ও দুস্থ শীতার্তদের গায়ে উষ্ণতার পরশ কম্বল জড়িয়ে দিলেন বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে দপ্তরী সিদ্দিকুর রহমান(৫৫) ও নৈশ্য প্রহরী শ্রী মংলু মার্ডি (৪৫) সহ পত্রিকার হকারদের গায়ে উষ্ণতার পরশ কম্বল জড়িয়ে দিলেন।
এসময় ইউএনও পরিমল কুমার সরকার বলেন, জেঁকে বসেছে শীত, এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশী কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষ, শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাঁদের কষ্টও। এসব মানুষের কষ্ট লাঘবে তীব্র শীতকে উপেক্ষা করে প্রায় প্রতিদিনই দিনে এবং রাতে অসহায় ছিন্নমূল মানুষ জীবিকা নির্বাহ করছেন। আমাদের শীতবস্ত্রর কোনো অভাব নেই। যদি কারও শীতের কাপড় কম্বলের প্রয়োজন হয়। আমার সঙ্গে যোগাযোগ করলেই তাঁকে শীতবস্ত্র কম্বল দেওয়া হবে।
Leave a Reply