নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর- ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মহোদয়ের জম্ম দিন উপলক্ষে বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের বৈদহার জামে মসজিদে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২৮ আগষ্ট সন্ধ্যায় বৈদহার জামে মসজিদে বিশিষ্ট ব্যবসায়ী আঃ মালেক মন্ডল “শিবলী সাদিক এমপির “৩৮ তম জম্মদিন উদযাপন উপলক্ষে ও-ই দোওয়া মাহফিলের আয়োজন করে।দেওয়া মাহফিল শেষে আঃ মালেক মন্ডল উপস্থিত মুসল্লীদের মাঝে খিচুড়ি পরিবেশন করেন।#
Leave a Reply