ডেক্স রিপোর্ট।- আজ যুক্তরাষ্ট্রের নির্বাচন। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা সেখানে প্রেসিডেন্ট পদের লড়াই শুরু হয়েছে। এই নির্বাচনে এবার সবচেয়ে বেশি ভোটার অংশ নেবে বলে জানা গেছে।এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট পদে লড়ছেন। সারা বিশ্বের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সকলের জিজ্ঞাসা কে হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ? হোয়াইট হাউসের কর্তৃত্ব এবার কার হাতে যাবে, জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প এর হাতে? এবারের নির্বাচনে ২৪ কোটি ভোটারের এ নির্বাচনের জন্য সারা আমেরিকায় আড়াই লক্ষাধিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইউএস ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, পাবলিক স্কুল, চার্চ, গির্জা, কমিউনিটি সেন্টার প্রভৃতি স্থানে ভোট গ্রহণ করা হবে। সকাল ৬টা থেকে সময়ভেদে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। অফিস, ব্যাংক সবকিছুই খোলা থাকে নির্বাচনের দিন। তবে যেসব স্কুলে কেন্দ্র স্থাপন হয়, সেগুলোয় সাধারণত ক্লাস সাসপেন্ড থাকে। এবারে নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ছাড়াও একই ব্যালটে ইউএস সিনেটের ৩৫ আসনের প্রার্থীদের নামও থাকবে। আরও থাকবে হাউসের ৪৩৫ প্রার্থীর নাম। শুধু তাই নয়, ১১ স্টেট, ২ টেরিটরির প্রার্থীরাও ভোটে থাকবেন। বেশ কটি স্টেট পার্লামেন্টের ভোটও হবে ৩ নভেম্বর মঙ্গলবার। প্রেসিডেন্ট পদে ভোটাররা ভোট দিয়ে মূলত ইলেকটোরাল কলেজ নির্বাচন করবেন। ৫৩৮ ইলেকটোরাল কলেজের ২৭০ ভোট পেতে হবে বিজয়ের জন্য। এ জন্য দোদুল্যমান স্টেটসগুলো চষে বেড়াচ্ছেন ট্রাম্প ও বাইডেন। যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে ৯ কোটি ৩০ লাখ। গত চার বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ-আমেরিকান ও অনৈতিক কর্মকান্ড/মতামতের পরিপ্রেক্ষিতে অসন্তুষ্ট আমেরিকানরা ব্যালট বিপ্লবের মাধম্যে এই শাসনের অবসান ঘটানোর ভাবনা থেকেই ভোটযুদ্ধে অংশ নিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেছেন।
Leave a Reply