শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে খাসি এন্ড খাসি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঢাকার বায়ুর মান মারাত্মকভাবে কমছেঃকরণীয় কী? প্রেসবিজ্ঞপ্তি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার-শাহপরীর দ্বীপ মহাসড়কে স্ট্রিট লাইট, সিসি ক্যামেরা ও ফুটওভার ব্রিজ স্থাপন জরুরী দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বারুনী মেলায় জুয়া বসানোয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার কাল ১৬ এপ্রিল রংপুরে আসছেন মাননীয় স্পীকার

ময়মনসিংহের পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ নেই : ক্ষয়ে যাচ্ছে ‘লোহার কুঠি’

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪০ বার পঠিত

সুবল চন্দ্র দাস।- ক্ষয়ে যাচ্ছে প্রায় ১৪১ বছরের ইতিহাস বহন করা অনিন্দ্য সুন্দর আলেকজান্ডার ক্যাসল। ভবনটি ‘লোহার কুঠি’ নামেই সমধিক পরিচিত। এর সামনের দুই দিকের দুটি মূর্তির হাত ক্ষয় হয়েছে। লোহার সংযোগ গুলো মরিচা পড়ে ক্ষয় প্রাপ্ত হয়ে খসে পড়ছে। তবে ময়মনসিংহ শহরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা ভবনটি রক্ষায় দৃশ্যত কোনো উদ্যোগ নেই। স¤প্রতি প্রতœতত্ত¡ অধিদপ্তর ভবনটি পুরাকীর্তি হিসেবে ঘোষণা করলেও এটি রক্ষায় এখনও কাজ শুরু হয়নি। আলেকজান্ডার ক্যাসলটি ময়মনসিংহ শহরের আদালত এলাকায় অবস্থিত। ১৭৮৭ সালে প্রতিষ্ঠা লাভ করে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ শহরের জন্য জায়গা দেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য। জেলার শতবর্ষ উপলক্ষে মুক্তাগাছার জমিদার মহারাজা সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী শহরে উৎসব পালনের জন্য দ্বিতল এ ভবনটি নির্মাণ করেন। অবশ্য মতান্তরে ময়মনসিংহের তৎকালীন ইংরেজ কালেক্টর আলেক জান্ডারের নামে ১৮৭৯ সালে ভবনটি নির্মিত হয়। শুরুতে এটি মহারাজার বাগানবাড়ি হিসেবে ব্যবহৃত হতো। তৎকালীন সময়ে ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনটিতে লোহা ব্যবহারের কারণে এটি স্থানীয়দের কাছে লোহার কুঠি নামেও পরিচিত। নানা কারুকার্যে নির্মাণের পর রাজকীয় আসবাবে ভবনটি সজ্জিত করা হয়েছিল। ইতিহাস খ্যাত বহু ব্যক্তি আলেকজান্ডার প্রাসাদে অবস্থান করেছেন। ১৯২৬ সালে রবীন্দ্র নাথ ঠাকুর ময়মনসিংহ সফরকালে আলেকজান্ডার ক্যাসলে চার দিন অবস্থান করেন। একই বছর মহাত্মা গান্ধীও এখানে এসেছিলেন। এখানে আরও এসেছিলেন লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাশ, নবাব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, নেতাজী সুভাষ চন্দ্র বসু প্রমুখ। আলেকজান্ডার ক্যাসলের সামনের অংশের তথ্য বোর্ড, উইকি পিডিয়া ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ১৯৪৮ সালে আলেকজান্ডার ক্যাসলটি ঘিরে ২৭ দশমিক ১৫ একর জায়গা নিয়ে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয়। শুরুতে ক্যাসলটি টিচার্স ট্রেনিং কলেজের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার হলেও দীর্ঘদিন ধরে ভবনটি কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আলেকজান্ডার ক্যাসলটিতে গিয়ে দেখা যায় জীর্ণচিত্র। অরক্ষিত ভবনটির চারপাশে নেই কোনো প্রাচীর। মূল ফটকে একটি সাইন বোর্ডে লিখে রাখা হয়েছে, ‘লোহার কুঠি ভবনের এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়ানোর জন্য এখানে অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো।’ ক্যাসলটির মূল প্রবেশ মুখের সদর দরজার দুই পাশে দুটি মূর্তি ছিল- একটি নারী ও একটি পুরুষ আদলের। এসব মূর্তির হাতসহ বিভিন্ন অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। চারপাশের লোহার কারুকার্যগুলো রক্ষণাবেক্ষণের অভাবে খসে পড়ছে। ভবনের যে অংশে সতর্কতামূলক সাইন বোর্ড টানানো হয়েছে সে স্থানটিতে বসে প্রশান্তি খুঁজছিলেন শিক্ষক শাহজাহান মিয়া। তিনি শেরপুর জেলার কাকারেরচর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক। তিনি বলেন, এখানে কাজে এলে প্রায়ই দৃষ্টিনন্দন স্থানটিতে আসেন। বর্তমানে ইতিহাসখ্যাত স্থানটির দুরবস্থা। এটির সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দাবি তোলেন তিনি। ময়মনসিংহের নাগরিক নেতা অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন বলেন, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহাসিক স্থাপনাটি জীর্ণ অবস্থায় ধুঁকছে। দ্রæত এটি সংস্কার ও রক্ষণা বেক্ষণের ব্যবস্থা করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার দাবি জানান তিনি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ একেএম নাসির উদ্দীন সমকালকে বলেন, ভবনটি টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহার হচ্ছে। স¤প্রতি গণপূর্ত প্রতিমন্ত্রী জরাজীর্ণ ভবনটি পরিদর্শন করে গেছেন। প্রতিমন্ত্রী স্থাপনাটি সংস্কারের জন্য বরাদ্দের প্রচেষ্টা চালাচ্ছেন। প্রতœতত্ত¡ অধিদপ্তরের ময়মনসিংহ শশী লজ জাদুঘরের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন বলেন, স¤প্রতি আলেকজান্ডার ক্যাসলটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এ-সংক্রান্ত চিঠি তিনি পেয়েছেন। আলেকজান্ডার ক্যাসলটির সুরক্ষা ও একে দর্শনীয় হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com