পীরগঞ্জ পৌর প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে বিভিন্ন সড়কে চলছে সহ¯্রাধিক অনুমোদনবিহীন সিএনজি, অটোরিকশা ও চার্জার ভ্যান। প্রতিদিন বেড়েই চলছে চার্জার ভ্যানের সংখ্যা, বৃদ্ধি পাচ্ছে মালিক। সেই তুলনায় বাড়ছে না পরিপক্ব চালকের সংখ্যা। উপজেলার সর্বত্রই এখন ব্যাঙের ছাতার মতো অপরিপক্ব চালক গজাচ্ছে। পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সীমানার মধ্যে সহ¯্রাধিক সিএনজি, অটোরিকশা ও চার্জার ভ্যান, চলাচল করছে।এসব চালকের অধিকাংশই শিশু-কিশোর এদের কারো লাইসেন্স নাই। ফলে দিনের পর দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা ও যানজট।পর্যবেক্ষক মহল এই বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
Leave a Reply