নিজস্ব প্রতিবেদক।- বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রংপুর টাউন হল অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, এসময় অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রংপুর জেলার সভাপতি সার্জেন্ট (অবঃ) সামিউল ইসলাম অর্ডন্যান্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ অনারারী ক্যাপ্টেন (অবঃ) মতিউর রহমান সিগন্যালস, অনারারী লেফটেনেন্ট সিগন্যালস ও অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা (অবঃ) আব্দুস সালাম এসিসি, অনারারী লেফটেনেন্ট (অবঃ) এসি ও অসকস বাংলাদেশ রংপুর মহানগর কমিটির উপদেষ্টা বেল্লাল উদ্দিন এসি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও অসকস বাংলাদেশ রংপুর জেলা কমিটির উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক উপদেষ্টা আফজাল হোসেন ইঞ্জিঃ, মাষ্টার ওয়ারেন্ট অফিসার ও অসকস বাংলাদেশ রংপুর জেলা কমিটির সিনিয়র উপদেষ্টা আব্দুল মতিন এএসসি, অনারারী মাষ্টার ওয়ারেন্ট অফিসার ও অসকস বাংলাদেশ রংপুর মহানগর কমিটির উপদেষ্টা ওমর আলী ইবি, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ আলী ইবি প্রমুখ।
Leave a Reply