রংপুর প্রতিনিধি।- রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার দেওয়ানটুলি জমজম ফিড মিলের শ্রমিক পায়ুপথে বাতাস দিয়ে মহির উদ্দিনকে হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার বিকেলে তাকে নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত বাজার এলাকার দাওয়াবাড়ীর চর থেকে গ্রেফতার করা হয়।
আজ বিষটি নিশ্চিত করে র্যাব-১৩ কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি হাফিজুর রহমান জানান, রংপুর নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুলি জমজম ফিড মিলে শ্রমিক মহির উদ্দিনকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার ঘটনায় র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত বাজার এলাকার দাওয়াবাড়ীর চর থেকে হত্যাকান্ডের প্রধান আসামী জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে তাকে নগরীর মাহিগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।
Leave a Reply